ডাউনলোড করুন ওয়ার্ডপ্রেসের জন্য দারুন একটি প্লাগিন।
প্রথমেই সবাইকে সুবেচ্ছ জানিয়ে শুরু করছি আমারা সবাই তার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস কেই বেছে নেই কারণ আমরা জারি ওয়ার্ডপ্রেস দ্বারা সাইট ডিজাইন করতে আমাদের তেমন কোন মহা বিদ্যা প্রয়জোন হয়না তাই আমি আপনাদের জন্য দরুন একটা প্লাগিন নিয়ে এসেছি। যাদের লাগবে নিতে পারেন তবে হ্যা রেটের কথা ভুলবেন এটা কিন্তু প্রিমিয়াম বর্তমান বাজার মূল্য 25 ডলার তবে আপনার টাকার হিসাব না করলেও চলবে করন আমি আপনাদের এই প্লাগিন টি দিবো একদম ফ্রিতেই তাই আর দেরি কেন একূনি ডাউনলোড করুন আর উপভোগ করুন একটা কম বেশী সব সাইটেই দরকার তার নিজের সাইটের মান বাড়ানোর জন্য । ভাই ভাবছেন খালি বেশি বগবগ করছি ঠিক আছে আর কোন কথা বলবো না আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে আরো ভালো ভালো সব টিউন উপহার দিতে পারবো বলে আসা করছি।
প্লাগিনটার নাম হল : Responsive Google Maps
এটা কমবেশি সব সাইটেই দরবার হয়
আর হ্যা কমেন্টে জানাতে ভুলবেননা নিষ্চয় যে প্লাগিনটা কেমন হইলো আমার এই পোস্টে আপনার সাইটটাও সেয়ার করতে পারেন আমি অনুমতি প্রদান করছি।
আসা করি ভাল লাগবেই কোন হেল্প লাগলে বলেন আমি সদা প্রস্তুত
ধন্যবাদ আপনার পোস্টের জন্য। দেখি ডাউনলোড করে